শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় তিনি মানবসম্পদ উন্নয়নের জন্য পরিবার পরিকল্পনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক ও সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
ওইসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা, পীযূষ চন্দ্র সূত্রধর, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।