জামালপুরে তিনটি বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা আদায় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ জামালপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে শহরের তিনটি বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে অনিয়মের প্রমাণ পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালিত হয় শহরের দড়িপাড়া বাইপাস মোড়ের দি রেনেসা হাসপাতাল, মুন নার্সিং হোম, এবং পাঁচ রাস্তার মোড়ের এশিয়ান জেনারেল হাসপাতালে। এসময় দি রেনেসা হাসপাতালকে ২৫ হাজার টাকা,মুন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা এবং এশিয়ান জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বেসরকারি স্বাস্থ্যসেবাখাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। Related posts:বকশীগঞ্জে ভোট কেন্দ্রের দাবিতে মানববন্ধনজামালপুরে অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকায় তথ্য প্রতিমন্ত্রীর ক্ষোভবকশীগঞ্জে ছেলের দায়ের কুপে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে গ্রেফতার Post Views: ৬৪ SHARES জামালপুর বিষয়: