জামালপুরে তিনটি বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

জামালপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে শহরের তিনটি বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে অনিয়মের প্রমাণ পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালিত হয় শহরের দড়িপাড়া বাইপাস মোড়ের দি রেনেসা হাসপাতাল, মুন নার্সিং হোম, এবং পাঁচ রাস্তার মোড়ের এশিয়ান জেনারেল হাসপাতালে।
এসময় দি রেনেসা হাসপাতালকে ২৫ হাজার টাকা,মুন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা এবং এশিয়ান জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বেসরকারি স্বাস্থ্যসেবাখাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।