ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫ ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ডিএমপি কমিশনার স্কুলটির নির্মাণকাজে টেকসই ও মানসম্মত স্থাপনার ওপর গুরুত্বারোপ করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। Related posts:সব জেলা পরিষদে সমান সদস্য থাকছে না, বসানো যাবে প্রশাসকরমজানে ন্যায্যমূল্যে মাছ মাংস দুধ ডিম বিক্রি করবে সরকারশহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ Post Views: ৩১ SHARES জাতীয় বিষয়: