নালিতাবাড়ীতে ঘুরতে গিয়ে ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাতায় বেড়াতে এসে ভোগাই নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ২১ ডিসেম্বর শনিবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত দুই শিক্ষার্থী হচ্ছে— ময়মনসিংহ জেলা সদরের হুমায়ুন কবিরের পুত্র সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজিদ এবং একই জেলার হালুয়াঘাট উপজেলার আহমদ আলীর পুত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান। ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা জানান, শিক্ষার্থী সাজিদ ও মিহান হালুয়াঘাটে নানা বাড়িতে বিয়ের দাওয়াতে। সেখান থেকে আজ ২১ ডিসেম্বর দুপুরে ঘুরতে আসে শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাটা দর্শনীয় স্থানে। অন্যদের সাথে সাজিদ ও মিহান ভারত সীমান্তঘেঁষা ভোগাই নদীতে খেলতে নামে। এর একপর্যায়ে ওই দুই শিক্ষার্থী পানির তোড়ে ভেসে গভীরে নিখোঁজ হয়। বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ফায়ার সার্ভিস জামালপুর ইউনিটের লিডার আবু বক্কর সিদ্দীক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নদীর ওই অংশের গভীরতা বেশি থাকায় ছেলে দুটি পানিতে ডুবে গিয়ে মারা যায়। আমরা তাদের মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী থানা-পুলিশের হেফাজতে দিয়েছি।’ Related posts:নকলায় বোরো ধানবীজ পেল ৩৫৫ জন কৃষকঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশশেরপুরে মানবাধিকার সংস্থা আমাদের আইনের কম্বল বিতরণ Post Views: ১০৩ SHARES শেরপুর বিষয়: