জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ স্টাফ রিপোর্টার (জামালপুর) : জামালপুরে তিন হাজার প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ করা হয়েছে। চলতি রবি মওসুমে গম, সরিষা, ভুট্টা, পেয়াজ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জামালপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তিন হাজার ২০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ এবং বক্তব্য রাখেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত ইকরাম প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে তিন হাজার ২০ জন কৃষকদের মাঝে সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ ও তিল বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি পাঁচ জন কৃষকের মাঝে দুই বস্তা করে ডিএপি সার, এক বস্তা এমওপি সার, ১০ কেজি ভুট্টাবীজ, পাঁচ কেজি সরিষা বীজ, পাঁচ কেজি তিল বীজ ও ১০০ কেজি গমবীজ বিতরণ করা হয়। Related posts:শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেন’র কুলখানি অনুষ্ঠিতজামালপুরের দেওয়ানগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনসরিষাবাড়ীতে অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা Post Views: ২৭৫ SHARES সারা বাংলা বিষয়: