শেরপুরে সড়ক দুর্ঘটনায় লড়ি হেলপার নিহত ॥ আহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯ নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে লড়ি উল্টে হেলপার মামুন মিয়া (১৬) নিহত হয়েছেন। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছেন লড়ি চালক আমিনুল ইসলাম (২৮) ও অপর হেলপার ইউনুছ আলী (৩০)। নিহত মামুন স্থানীয় ইউসুব আলীর ছেলে। জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে লড়ি চালিয়ে চালক আমিনুল ইসলাম সমাজিক বনায়নের নিলামে বিক্রি করা আকাশমনি কাঠ পাহাড়ের ভেতর থেকে সীমান্ত সড়কের সমশ্চুড়া বাজারে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে গারোকোনা এলাকার বাতেনের লেবুর বাগানের কাছে পৌঁছলে অসাবধানতাবশত কাঠভর্তি লড়িটি উল্টে যায়। এতে লড়ি চাপায় ঘটনাস্থলেই হেলপার মামুন মিয়া নিহত হন। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার রিপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার, সুরতহাল প্রতিবেদন করার জন্য আমাদের পুলিশ অফিসার ঘটনাস্থলে গেছেন। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। Related posts:শিক্ষা সফরের পিকআপে ট্রাকের ধাক্কা, ৫ শিক্ষার্থী নিহতটিনের ছোট্ট ঘর থেকেই বিশ্বজয় রাকিবুলেরজামালপুরের মেলান্দহে দেয়াল ধসে নিহত ১ Post Views: ১৯৪ SHARES সারা বাংলা বিষয়: