শেরপুরে অবৈধ ১১টি ইটভাটায় অভিযান, ৬৫ লাখ টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫ বায়ু দূষণ বন্ধে শেরপুর সদর ও নকলা উপজেলায় অবৈধ ১১টি ইটভাটাকে ৬৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলায় তিনটি ও নকলা উপজেলায় আটটি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব আব্দুল্লাহ আল মামুন। এদিন, সদরের তিনটি ও নকলা উপজেলায় সাতটি ভাটায় ছয় লাখ করে ও একটি ভাটায় পাঁচ লাখ টাকাসহ মোট ৬৫লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- শেরপুর জেলা পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিবেশ রক্ষায় এমন অভিযান কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও আইন লঙ্ঘন বন্ধ করা সম্ভব হবে। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে আইনের কঠোর বাস্তবায়ন এবং সঠিক নজরদারি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো প্রয়োজন। Related posts:ঝিনাইগাতী হাসপাতালে করোনাভাইরাস সন্দেহভাজন রোগীদের পরীক্ষা-নিরীক্ষার সকল প্রস্তুতি সম্পূর্ণঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৩ জুয়ারী গ্রেফতারতীব্র শীত আর ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত Post Views: ১০১ SHARES শেরপুর বিষয়: