সুস্থ জাতি গড়তে দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে : সেনাপ্রধান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সুস্থ-সবল জাতি গড়ে তোলার জন্য দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ এ তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই। একটি সুস্থ জাতি পেলে সেটা দেশের জন্য বড় কাজে দেবে। এর আগে, এদিন ভোর ৫টায় রাজধানীর ৩০০ ফিটে এই ম্যারাথনের প্রথম দৌঁড় শুরু হয়। এবারের প্রতিপাদ্য ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’। এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সবচেয়ে বড়। এবার ১০ হাজার দৌঁড়বিদ এতে অংশ নিয়েছেন। এছাড়া ১০টি দেশের বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করছেন। সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। আন্তর্জাতিক ম্যারাথনের পাশাপাশি এমন ম্যারাথন দেশের বড় বড় শহর ও জেলা শহরে আয়োজন করা হবে। Related posts:ধামাকা শপিংয়ের সিওওসহ গ্রেফতার ৩বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রীলালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী Post Views: ৭৩ SHARES জাতীয় বিষয়: