বাবর-শাহিনকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ তাহলে কি টি-টোয়েন্টি দলে উপেক্ষিত থাকবেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। ইঙ্গিত তেমনই মিলছে। বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি তাঁদের। সালমান আলী আগার নেতৃত্বের আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফেরানো হয়েছে মোহাম্মদ নাওয়াজ, আব্বাস আফ্রিদি ও বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম। নতুন মুখ সালমান মির্জা। বাঁহাতি এই পেসার পিএসএলের গত আসরে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে ৪ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট। চোটের কারণে দলে সুযোগ পাননি তারকা পেসার হারিস রউফ। গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ছিলেন তিনি। তবে বাবর, রিজওয়ান ও শাহিনকে এনিয়ে টানা তিন সিরিজের দলে বিবেচনা করা হয়নি। তিন ম্যাচের সিরিজ খেলতে ১৬ জুলাই ঢাকায় আসবে পাকিস্তান দল। ২০,২২ ও ২৪ জুলাই হবে ম্যাচ তিনটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। পাকিস্তানের মাটিতে গিয়ে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। লড়াইটা এবার তাই প্রতিশোধেরও! পাকিস্তান দল: সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, সুফিয়ান মুকিম, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা। Related posts:বেতনের চেয়ে বিজ্ঞাপনে আয় ২০ গুণ বেশি!ব্যাটে-বলে ‘বুড়ো’ দিলশানের অবিশ্বাস্য পারফরম্যান্সদ্রাবিড়ের পছন্দের অধিনায়ক রোহিত শর্মা Post Views: ৩২ SHARES খেলাধুলা বিষয়: