নেত্রকোনায় ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাসার মালিক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫ নেত্রকোনায় এক ভাড়াটিয়া গৃহবধূকে (৩৭) ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৭) নামে এক বাসার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় শহরের পারলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার পৌরসভার পারলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী তার স্বামীসহ পরিবারের সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি আনোয়ার ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন; কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় আনোয়ার তার ওপর ক্ষিপ্ত হন। কয়েক মাস ধরে আনোয়ার নিজ বাসায় ভেষজ ওষুধের মাধ্যমে কবিরাজি চিকিৎসা করে আসছিলেন। ২৩ মার্চ বেলা ১১টায় ওই নারীকে আনোয়ার চিকিৎসার নাম করে ভেষজ ওষুধ খাওয়ান। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়লে তিনি তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে জ্ঞান ফিরলে আনোয়ার ওই নারীকে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। এরপর ২৪ ও ২৫ মার্চ তাকে আবারও ধর্ষণ করেন আনোয়ার। রোববার সকালে বিষয়টি ওই নারী তার স্বামীকে জানান। পরে তার স্বামী স্থানীয়দের জানালে তারা আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। ওই নারী ও তার স্বামী রোববার বিকেলে নেত্রকোনা মডেল থানায় গিয়ে পুলিশকে সবকিছু খুলে বলেন। পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমনে মামলা করেন। তবে আনোয়ারের এক স্বজন বলেন, আনোয়ার এ কাজ করেছেন বিষয়টি আমাদের বিশ্বাস হয় না। হয়তো তাকে হয়রানি ও বিপদে ফেলতে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আনোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ২জামালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মেডিকেলের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার Post Views: ৫২ SHARES সারা বাংলা বিষয়: