শেরপুরে পুরোহিতদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

‘ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুরে পুরোহিতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৯ এপ্রিল বুধবার সকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শহরের গোপালবাড়ীস্থ শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক জিতেন মজুমদার, সদস্য সচিব সুব্রত দে, জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি কমল চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ময়মনসিংহ বিভাগের জুনিয়র কনসালটেন্ট টুম্পা দেবনাথ, সেজুতি রায়, প্রকল্পের প্রশিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী বিপুল ও বিশ্বনাথ ভট্টাচার্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৯ দিনব্যাপী এ প্রশিক্ষণে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্যপুষ্টি ও স্বাস্থ্য সেবা এবং ভূমি আইন ও আইসিটি বিষয়ে পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণে জেলার ৫ উপজেলার ২৫ জন পুরোহিত অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।