শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বালক ও বালিকাদের ওই মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন। জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তাসফিন মাহমুদ অমি। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক রফিক মজিদ, মোহাম্মদ শওকত হোসেন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনি, জেলা ফুটবল রেফারিজ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ, অভিভাবক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী। অ্যাথলেটিক্স প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক খেলোয়াড়দের মধ্যে থেকে বাছাই করে ৪০ জনকে প্রশিক্ষণ প্রদানের জন্য মনোনীত করা হয়। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় দল গঠনের জন্য সেরা প্রতিভাবানদের বিভাগীয় পর্যায়ে প্রেরণ করা হবে। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল মান্নান, মো. মনিরুজ্জামান ও মো. আলমগীর হোসেন। Related posts:শেরপুরে নিত্যপণের দাম নিয়ন্ত্রণে অভিযানে টাস্কফোর্স কমিটির সাথে সেনাবাহিনীশ্রীবরদীতে মোটরের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যুশেরপুরে সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন Post Views: ২১ SHARES শেরপুর বিষয়: