ময়মনসিংহে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ঐ নারীর নাম নাহিদা সুলতানা (৩৫)। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা সদরের মৃত মোকাদ্দেস শেখের কন্যা। সোমবার (১২ মে) রাতে তাকে হালুয়াঘাট থানায় হস্তান্তর করেন বান্দরকাটা বিওপির সদস্যরা। বান্দরকাটা বিওপির ক্যাম্প কমান্ডার মো. মসিউল আলম জানান, সোমবার দুপুরে ঐ নারী বান্দরকাটা ক্যাম্প এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল তাকে আটক করে। জানা যায়, চলতি মাসের ৫ মে ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী মুন্সিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে সে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আদালত থেকে জামিনে এসে আবারো হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:ঐতিহ্যবাহী শেরপুরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠনের প্রক্রিয়াবকশিগঞ্জে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যাভালুকায় প্রধানমন্ত্রীর উপহার পেল আরও ৪৫ পরিবার Post Views: ৬৭ SHARES সারা বাংলা বিষয়: