আমরা ১৯৭১-এর প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অপারেশন বুনিয়া-নুম মারসুসের সাফল্যকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। এরমাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। বুধবার (১৪ মে) ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়া-নুম মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে যান শাহবাজ। খবর জিও টিভির। শাহবাজ সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, ‘ইতিহাসে চিরন্তনভাবে থাকবে, কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের সেনারা ভারতের আগ্রাসন নিবারণ করে দিয়েছে। শেহবাজের সঙ্গে শিয়ালকোটে উপস্থিত ছিলেন- উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এছাড়াও সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, ও বিমানবাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে শাহবাজ বলেন, বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি (বেলুচিস্তান স্বাধীনতাপন্থি গোষ্ঠী) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (পাকিস্তান সরকারবিরোধী গোষ্ঠী) সমর্থন দিচ্ছে। যা মোদির কাছ থেকে আসছে। তিনি আরও বলেন, মোদি আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায়। কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না। পাকিস্তানে ভারতের পানি প্রবাহ বন্ধের হুমকির জবাবে শাহবাজ বলেন, যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে। তাহলে জেনে রাখুন- পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা। যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না। এরপর আবারো মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, মোদি, আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান। তাহলে আপনারা ধারণার বাইরের পরিণতি ভোগ করবেন। Related posts:পঞ্চমবারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিনজাপানে আছড়ে পড়ছে নজিরবিহীন সুপার টাইফুন হাবিগিসআফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ২৯ Post Views: ২১ SHARES আন্তর্জাতিক বিষয়: