ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় দেশটির আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের (এআর) অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ ছাড়া তাদের কাছে থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এক প্রতিবেদনে বলেছে, বুধবার থেকে চান্দেল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে আসাম রাইফেলস। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের। সামাজিক মাধ্যম এক্সে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড বলেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলার খেংজয় উপজেলার নিউ সামতাল গ্রামে অভিযান চালানো হচ্ছে। অভিযানে এ পর্যন্ত ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। প্রসঙ্গত, মণিপুরে জাতিগত সংঘাতের শুরু ২০২৩ সালের মে মাস থেকে। সে বছর ৪ মে মণিপুরের হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জাতি হিসেবে ঘোষণা করেন মণিপুর হাইকোর্ট। উচ্চ আদালতের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদে ফুঁসে ওঠে রাজ্যটির বৃহত্তম সংখ্যালঘু ও খ্রিস্টান ধর্মাবলম্বী জাতিগোষ্ঠী কুকি। কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কুকিদের এই প্রতিবাদ-বিক্ষোভ রূপ নেয় সাম্প্রদায়িক দাঙ্গায়। অশান্ত সেই পরিস্থিতির সুযোগে সক্রিয় হয়ে ওঠে বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদীরা। এই বিচ্ছিন্নতাবাদীদের অধিকাংশই কুকি এবং জো জাতিগোষ্ঠীর। দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই জাতিগত সংঘাতে মণিপুরে নিহত হয়েছে আড়াই শতাধিক মানুষ এবং বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন আরও কয়েক হাজার। এখনও রাজ্যের পরিস্থিতি শান্ত হয়নি। Related posts:আমি নাম্বার ওয়ান, দ্বিতীয় মোদি: ট্রাম্পব্রাজিলে বন্যা-ভূমিধসে ৩০ জনের মৃত্যুআশা জাগানো সেই করোনা ভ্যাকসিনের ট্রায়ালে ‘ভুল’ ডোজ প্রয়োগ! Post Views: ২৫ SHARES আন্তর্জাতিক বিষয়: