মেলান্দহে বাবা-মাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৪ জামালপুরের মেলান্দহে নিজের বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা সুত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মৃত নজর আকন্দের ছেলে মো. মজিদ আকন্দ (৬০) তার ছেলে মো. স্বপন ফকির (৩০) ভরনপোষণ না দিয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করে আসতেছিল। গত ২৭ মার্চ তার বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে ছেলে স্বপন ফকির। এ ঘটনায় মজিদ আকন্দ তার ছেলে স্বপন ফকিরকে একমাত্র আসামী করে মেলান্দহ থানায় পিতা-মাতার ভরনপোষণ আইন ২০১৩ এর ৫ (১) ধারায় মামলা দায়ের করে। যার মামলা নং ২০। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, বাবাকে ভরণপোষণ না করার অপরাধে বাবা ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলা হওয়ার পর আমরা আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, গত ২৭ মার্চ তার বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে তাদের ছেলে স্বপন ফকির। ওই ঘটনায় মজিদ আকন্দ তার ছেলে স্বপন ফকিরকে আসামী করে থানায় মামলা দায়ের করলে আমরা বিষয়টি আমলে নিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। Related posts:সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধারজামালপুরে গলায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যাজামালপুরে ৩ বেসরকারি হাসপাতালকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা Post Views: ১৩৩ SHARES জামালপুর বিষয়: