রাজধানীতে চাঁদাবাজি অভিযোগে ছাত্রদলের ২ নেতা আটক

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৫

রাজধানীর মিরপুর-১৩ নম্বরে একটি প্রতিষ্ঠানে ছাত্রদল পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন দুইজন। রোববার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৪নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মাহবুব (ওরফে ফুডা ফয়সাল) এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আশরাফুজ জাহানের ছেলে রিফাতসহ আরও কয়েকজন একটি প্রতিষ্ঠানে চাঁদা আদায় করতে যান। এ সময় স্থানীয়রা তাদের আটক করে সেনাবাহিনীকে খবর দেন। স্থানীয় সেনাক্যাম্প থেকে সেনা সদস্যরা এসে তাদের দুইজনকে আটক করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা ঘটনাস্থলে চাঁদাবাজ চাঁদাবাজ বলে স্লোগান দিতে থাকে। স্থানীয়রা অভিযোগ করেন, ফয়সাল মাহবুব ওরফে ফুডা ফয়সালের চাঁদাবাজিতে অতিষ্ঠ মিরপুর-১৩ অঞ্চলের সাধারণ মানুষ। আটককৃতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত।