কক্সবাজারে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার (১৪ জুলাই) গভীররাতে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্য কর্মস্থলে ছিলেন। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কর্মস্থল থেকে ফিরে চকরিয়া থানায় মামলা দায়ের করেন তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক ৩টার দিকে মুখে কাপড় বাঁধা এক যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই সে ঘরে থাকা পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরা দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। Related posts:আশেক মাহমুদ কলেজ যুব রেড ক্রিসেন্ট এর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনজামালপুরে নতুন করে আরও ৩৫ জন করোনায় আক্রান্তজামালপুরে পুরাতন ভবন ভাঙতে গিয়ে শ্রমিকের মৃত্যু, আহত ১ Post Views: ৩৩ SHARES সারা বাংলা বিষয়: