ময়মনসিংহে ২ শিশু নিখোঁজ, ২২ ঘণ্টা পর পুকুর থেকে একজনের লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই শিশু নিখোঁজের ২২ ঘণ্টা পর সিফাত হাসান (১১) নামের এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে সিফাতের লাশ বাড়ির প্রায় ২০০ গজ দূরে স্থানীয় রশিদের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত সিফাত উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের সৌদিপ্রবাসী নূর ইসলামের ছেলে এবং চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। এদিকে শনিবার (১২ জুলাই) বিকেল পর্যন্ত অন্য শিশু একই ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে আইমান সাদাবের (৫) খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রাতেই পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের পর রাত ১২টার দিকে একটি চক্র উভয় পরিবারে লোকজনের কাছে শিশুদের ফেরত চেয়ে মুক্তিপণ হিসাবে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেছে বলে শিশুদের পরিবার জানায়। এরই মধ্যে নিহত সিফাতের ভাই জিসান একটি নম্বরে ২ হাজার টাকা বিকাশ করেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরশাঁখচূড়া গ্রামের সৌদিপ্রবাসী নূর ইসলামের ছেলে সিফাত হাসান বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অন্যদিকে একই সময়ে দীঘিরপাড় গ্রাম থেকে আরেক সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে আইমান সাদাব বাড়ির পাশে মনিহারি দোকানে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার এক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিশু সাদাবের কোনো সন্ধান মেলেনি। শিশু সাদাবের নানা মো. সুলতান মিয়া বলেন, ‘শিশুটির বাবা বিদেশ থাকেন। বাড়ি পাশের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগুড়িয়া গ্রামে। মা-ছেলে আমার বাড়িতেই থাকে। ঘটনার দিন বাড়ির পাশে দোকানের সামনে থেকে আমার নাতিকে কে বা কারা নিয়ে গেছে, কিছুই বলতে পারছি না। আমরা পুলিশের সাহায্য চেয়েছি।’ Related posts:অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে নেত্রকোনাকে হারিয়ে বিভাগীয় ফাইনালে শেরপুর জেলাকালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে শেরপুরে মুক্তিযোদ্ধা হিরোকে সম্মাননাত্রিশালে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিক্ষার্থীরা Post Views: ২৮ SHARES সারা বাংলা বিষয়: