মৌলভীবাজারের দুই উপজেলা দিয়ে ৭১ জনকে পুশইন করল বিএসএফ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলার দুটি সীমান্ত দিয়ে আজ ৭১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিজিবি জানায়, আজ বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজার জেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী পুরুষ ও শিশুরসহ ৪৮ জন। তারা পাহাড়ী এলাকায় পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ঘোরাঘুরি করাকালে বিজিবির টহলদল তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু ১৮ জন। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম এবং যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। পরবর্তীতে তাদেরকে ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করানো হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নাগরিক এবং যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে নারী, পুরুষসহ ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ। Related posts:নেত্রকোনায় বুদ্ধিজীবী দিবস পালিতগাড়ীতে বসে করোনার টিকা নিলেন হেফাজতের আমির বাবুনগরীইউনিয়ন পরিষদ নির্বাচন : শ্রীবরদীর ৯ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা Post Views: ২৭ SHARES সারা বাংলা বিষয়: