পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করলো বিডি ক্লিন শেরপুর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘এই শহর আমার, দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন শেরপুর টিমের উদ্যোগে প্রায় ৫ হাজার পরিত্যক্ত প্লাষ্টিক বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করা হয়েছে। শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ওই মানচিত্র তৈরি করা হয়। ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে ওই মানচিত্র প্রদর্শনী ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের চারপাশ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। পরিস্কার অভিযান শেষে স্মৃতিস্তম্ভের চারপাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন করা হয়েছে। পরে উপস্থিত সকলে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন দেশ গড়ার শপথ গ্রহন করেন। বিডি ক্লিন শেরপুর টিমের সমন্বয়ক আল আমীন রাজুর সভাপতিত্বে অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলার ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি প্রমুখ। Related posts:জামালপুরে ছাত্র ঐক্য ক্লাব নিয়ে উভয় পক্ষের সংঘর্ষচট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, গাড়িতে আগুনকুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন গোলাম মোর্শেদ তালুকদার Post Views: ৪৪০ SHARES সারা বাংলা বিষয়: