শেরপুরের নকলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে জরিমানা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২০

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নকলা উপজেলায় মাস্ক না পরায় ৭ পথচারীকে ২ হাজার ৪শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ জুন বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় ৭ জন পথচারীকে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান এব্ং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, যারা সচেতন হয়েও মাস্ক ব্যবহার করছে না তাদের জরিমানা করা হয়েছে এবং তাদের মধ্যে আমরা মাস্ক বিতরণ করেছি। গণপরিবহনেও আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছি। যাত্রী সাধারণ ও চালকরা স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে। সবার সহযোগিতা পেলে আমরা করোনাকে জয় করতে পারব। আমরা প্রতিনিয়তই সর্বসাধারণকে সচেতন করতেছি। আগের চেয়ে এখন মাস্ক ব্যবহারের লোকজনের সংখ্যা বেড়েছে।