নকলায় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধা নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুন ২, ২০২০ নকলা প্রতিনিধি ॥ শেরপুর জেলার নকলা উপজেলায় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় হালিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। ২ জুন মঙ্গলবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী পূর্বপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা স্থানীয় মৃত কুবেদ আলীর স্ত্রী। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হালিমা বেগম তার বাড়ির পাশের রাস্তায় ধান শুকাচ্ছিলেন। ওইসময় গণপদ্দীগামী একটি সিএনজিচালিত একটি অটোরিক্সা হালিমার পেছনে এসে আচমকা হর্ণ বাজালে তিনি আতঙ্কিত হয়ে দৌড় দিলে অটোরিক্সায় ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাকে এ্যাম্বুলেন্সে উঠানোর কিছুক্ষণের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরেই মারা যান হালিমা। এদিকে সিএনজিচালিত ঘাতক অটোরিক্সাটি এলাকাবাসী আটক করতে সক্ষম হলেও সেটির চালক কৌশলে পালিয়ে যায়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে দাফন-কাফনেরর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করার প্রক্রিয়া চলছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে। Related posts:ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণএনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধনঝিনাইগাতীতে ১ হাজার ৪৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস Post Views: ২৭৯ SHARES নকলা বিষয়: