স্মার্ট ঢাকা গড়তে যা যা করণীয়, সবই করা হবে : আতিক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ শ্যামলী নিউজ ডেস্ক : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নগরবাসীর কাছে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেছেন, আগামী ৩০ জানুয়ারি নির্বাচিত হলে স্মার্ট ঢাকা সিটি গড়ে তোলা হবে। এজন্য যা যা করণীয় সবই করা হবে। শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় শ্রমিক, রিকশাচালক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নৌকা মার্কার লিফলেট দিয়ে আসন্ন নির্বাচনে তাদের কাছে ভোট চান আতিকুল ইসলাম। গণসংযোগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা খানম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ কাফরুল, ভাষানটেক, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। Related posts:নির্বাচন কবে জনগণের তা জানার অধিকার আছে : তারেক রহমানশিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাচনবিমুখ বিএনপি : ওবায়দুল কাদেরআবারও খেলা হবে, দুর্নীতি, অর্থপাচার, স্বৈরাচারের বিরদ্ধে: ওবায়দুল কাদের Post Views: ৩২৭ SHARES নির্বাচনের মাঠ বিষয়: