ভালুকায় বিডি ক্লিনের যাত্রা শুরু

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ভালুকা উপজেলা টিমের যাত্রা শুরু হয়েছে।

সোমবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে বিডি ক্লিন ভালুকা উপজেলা টিমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল।

বিডি ক্লিন ময়মনসিংহের বিভাগীয় সমন্বয়ক এ্যাড. মতিউর রহমান ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল।
এ সময় অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁন মিয়া মনির, এ্যাপোলো কলেজের অধ্যক্ষ এ. আর. এম শামছুর রহমান লিটন, ভালুকা সরকারি কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, হালিমুন্নেছা চৌধুরানী স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, ভালুকা সরকারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম চৌধুরী, বিডি ক্লিন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় সমন্বয়ক শুভ্র চক্রবর্তী, জেলা সমন্বায় আবু আল সাইফ সিফাত, সুজন ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফ, ভালুকা আইসিটি ক্লাবের সভাপতি জুবায়ের হোসেন রাজু, রফিকরাজু ক্যাডেট একাডেমি ভালুকা শাখার পরিচালক আজিম উদ্দিন সুমন, আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান, আল কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ হাবিব জেহাদি প্রমুখ।

বিডি ক্লিন ময়মনসিংহের বিভাগীয় সমন্বায়ক এ্যাড. মতিউর রহমান ফয়সাল বিডি ক্লিন ভালুকা উপজেলা টিমের সমন্বয়ক হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয় এর সভাপতি মো. আসাদুজ্জামান সুমনকে ঘোষণা করেন।

পরে বিডি ক্লিন ময়মনসিংহের নেতৃবৃন্দ ও বিডি ক্লিন ভালুকার সদস্যরা উপজেলা পরিষদ চত্ত্বর ও পৌরসভা চত্ত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালায়।