ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নৌকার মাঝি তাপসের পক্ষে যুব মহিলা লীগের গণসংযোগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে ব্যাপক গণসংযোগ করছেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ১৭ জানুয়ারি যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইসময় ঢাকা দক্ষিণ সিটির ৩১নং ওয়ার্ডের ফুলবাড়িয়া ও বংশাল থানার বিভিন্নস্থানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল ও শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইসময় ভোটারদের ধারে ধারে গিয়ে নৌকা প্রতীক ভোট চান অধ্যাপিকা অপু উকিল। এসময় তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নৌকার মাঝি ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের বিজয় নিশ্চত করতে সকলের প্রতি আহবান জানান।ওইসময় সাবেক সাংসদ শ্যামলী বলেন, স্বপ্নের ঢাকা সিটি গড়তে বঙ্গবন্ধুর নৌকার বিকল্প নেই, তাই আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ঢাকার উন্নয়ন চলমান রাখতে ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি। Related posts:তিন মাস পর কামালপুর স্থলবন্দরে আসলো পাঁচটি ট্রাকনেত্রকোনায় কর্মজীবী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানসামাজিক নিরাপত্তা কর্মসূচী সেবার মানোন্নয়নে নালিতাবাড়ীতে সেমিনার Post Views: ৩৮১ SHARES নির্বাচনের মাঠ বিষয়: