ম্যানসিটি শিবিরে হতাশা, হ্যামস্ট্রিংয়ে ছিটকে গেলেন স্টার্লিং অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০ ক্রীড়া ডেস্ক : সময়টা মোটেও ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগে শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে গেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। এবার ইনজুরিতে দুই সপ্তাহ ছিটকে গেছেন দলটির স্ট্রাইকার রাহিম স্টার্লিং। ২ ফেব্রুয়ারি টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলের হার দেখে ম্যানচেস্টার সিটি। এ হারে লিগের শীর্ষ দল লিভারপুলের সঙ্গে ২২ পয়েন্টের পার্থক্য হয়ে গেছে ম্যানসিটির। আর সে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পান স্টারলিং। এ ফুটবলারকে নিয়ে ম্যানসিটির কোচ পেপ গার্দিওয়ালা বলেন, ‘স্টারলিংয়ের হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়েছে। ন্যূনতম সপ্তাহখানিক সময় তো লাগবে। তবে সম্ভবত এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে।’ Related posts:এবার নিউজিল্যান্ডে টি-২০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবশেয়ার কারসাজির অভিযোগে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানাসাকিব-তামিমরা যেন সম্মানের সঙ্গে মাঠ থেকে অবসর নিতে পারে: মাশরাফি Post Views: ২৪১ SHARES খেলাধুলা বিষয়: