নালিতাবাড়ীতে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

নালিতাবাড়ি (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারয়নকুড়া মাদরাসা বাজার মাঠে ২৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে মুজিববর্ষ উপলক্ষ্যে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ৩-১ সেটে ফিরুজ-লিটন একাদশকে হারিয়ে নালিতাবাড়ী পৌরসভা একাদশ জয়লাভ করে। খেলায় পৌরসভা একাদশের রশিদ ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
সাবেক এমএলএ আব্দুল হাকিম স্মৃতি সংসদের আয়োজনে ওই খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিরু, সিরাজদিখান উপজেলার ভাইস চেয়ারম্যান নাহিদ, রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। খেলার প্রধান পৃষ্টপোষক ছিলেন সরকার গোলাম ফারুক।