নালিতাবাড়ীতে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘তথ্যই শক্তি – জানবো জানাবো দুর্নীতি রুখবো’ শ্লোগানে রেখে ২৫ ফেব্রুয়ারী শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিবাড়ীর উদ্যোগে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মধ্যে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র মো: আবু বক্কর সিদ্দিক, সনাক সভাপতি এন এম সাদরুল আহসান, টিআইবির কর্মসূচি ব্যাবস্থাপক চিত্ত রঞ্জন রায়, আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন, জোবায়দা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় প্রাতিষ্ঠানিক তথ্যভাণ্ডার উপস্থাপন ও জনগণের সাথে মতবিনিময়ের পাশাপাপাশি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে শুভেচ্ছা স্মারক ও অভিনন্দনপত্র প্রদান, তথ্য অধিকার আইন এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় সরকারি ও বেসরকারি দপ্তরের ২৪টি স্টল ছিল। Related posts:ঝিনাইগাতীতে সহায়-সম্বলহীন ২৩২ জন নারী পেলেন এসডিএফ এর আর্থিক অনুদানঝিনাইগাতীতে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম শুরুশেরপুরে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা Post Views: ২৭৪ SHARES তথ্য প্রযুক্তি বিষয়: