জেডিসি পরীক্ষায় মেধাবৃত্তি/সাধারণ বৃত্তিতে ঝিনাইগাতী দারুল ইসরাম দাখিল মাদ্রাসা শীর্ষে

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐহিত্যবাহী ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ২০১৯ সনের জেডিসি পরীক্ষার ফলাফলে বৃত্তিপ্রাপ্তিতে উপজেলার মধ্যে সবার শীর্ষে অবস্থানে রয়েছে। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ড জেডিসি ২০১৯ সনের পরীক্ষার মেধাবৃত্তি/সাধারণ ফলাফল প্রকাশ করেন। এতে এ উপজেলা থেকে ১২টি মাদ্রাসার শিক্ষার্থীরা জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলের ভিত্তিতে ১২ জন মেধাবৃত্তি/সাধারণ বৃত্তি লাভ করে ওই ১২ জনের মধ্যে ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসার ৯জন বৃত্তি লাভ করে। বর্তমানে ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন, জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু তাহের। মাদ্রাসাটিতে সুপারের দায়িত্বে রয়েছেন, শেখ মোঃ হযরত আলী। এ মাদ্রাসার ফলাফল প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসার সুপার শ্যামলী নিউজ ২৪ ডটকমকে জানান, ভালো ফলাফলের জন্য যেমনি ভালো ম্যানেজিং কমিটি প্রয়োজন তেমনি মেধাবী ও যোগ্য শিক্ষকেরও প্রয়োজন। মাদ্রাসাটির এমন ফলাফল যাতে সর্বদায় ধরে রাখতে পারে এ বিষয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন, মাদ্রাসার সুপার শেখ মোঃ হযরত আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।