শ্রীবরদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০ টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পরে শ্রীবরদী থানা ও পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। এরপর উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ওসি মোহম্মদ রুহুল আমিন তালুকদার, পৌর মেয়র আবু সাইদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জুলি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্রীবরদী উপজেলা ইউনিটের সভাপতি শাকের মুহাম্মদ আব্দুল্লাহ দানা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত বন্দে আলী, শ্রীবরদী এ.পি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ রতন, উপজেলা সমবায় কর্মকর্তা মহিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, পৌরসভার সচিব শরাফত আলী, উপজেলা তাতী লীগের আহ্বায়ক হেলাল উদ্দিনসহ উপজোর বিভিন্ন দফতরের কমকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আতজবাজির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এছাড়াও উপজেলার সদর সহ ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে আ’লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।