চট্টগ্রামে বন্দুকযুদ্ধে নিহত এক, একে-২২ রাইফেল উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে উপজেলার ভুজপুর থানার কোটবাড়িয়া গ্রামের শিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান। তিনি জানান, কোঠবাড়িয়া গ্রামের শিকদারপাড়ায় র্যাবের টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। Related posts:টাঙ্গাইলে বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪সরিষাবাড়ীতে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধাররাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হলেন আনিসুর রহমান Post Views: ৩৩৭ SHARES জাতীয় বিষয়: