দেশে ফিরেছেন ৪১ শতাংশ হাজি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ বিশেষ সংবাদদাতা : ১২ দিনে মোট ৫২ হাজার ৩১২ জন অর্থাৎ মোট বাংলাদেশি হাজির ৪১ শতাংশ (মৃত ১১০ জন হাজি/হজযাত্রী ছাড়া) হজ পালন শেষে দেশে দেশে ফিরেছেন। মোট ১৪৩টি ফ্লাইটে করে তারা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৪ টি ও সৌদি এয়ারলাইন্সের ৭৯টি ফ্লাইট রয়েছে। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। সূত্র জানায়, বর্তমানে দেশে ফেরার অপেক্ষায় সৌদি আরবে অবস্থানরত হাজিদের মধ্যে ২৮ শতাংশ মদিনায় ও অন্য সব হাজি মক্কায় অবস্থান করছেন। প্রতিদিনই হাজিরা মদিনা ও জেদ্দা বিমানবন্দর হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সযোগে দেশে ফিরছেন। এখন প্রর্যন্ত মোট ফেরাদ হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে ৪৯ শতাংশ এবং সৌদি এয়ারলাইন্সযোগে ৫১ শতাংশ হাজি দেশে পৌঁছেছেন। Related posts:জাবি উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত ইউজিসির কাছে জমা দিব: শিক্ষামন্ত্রীআওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধারাজধানী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরানোর কাজ চলছে: ওবায়দুল কাদের Post Views: ৩৭১ SHARES ইসলাম বিষয়: