করোনা প্রতিরোধে মুক্তাগাছা থানার মানবিক ওসি বিপ্লব কুমার বিশ্বাস রাতদিন মাঠে তৎপর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মে ২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ “আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে” সচেতন হউন করোনা প্রতিরোধ করুন” এ শ্লোগানকে সামনে রেখে করোনা সংক্রমণ প্রতিরোধে রাতদিন মাঠে নেমে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ব্যাপক তৎপরতা প্রদর্শন করার মাধ্যমে উপজেলার সর্ব সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। ইতিমধ্যেই অনেকেই বলাবলিও করছেন আমাদের মুক্তাগাছা থানার ওসি প্রকৃতপক্ষেই একজন মানবিক পুলিশ। ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান পিপিএম সেবা’র সার্বিক দিকনির্দেশনায় মুক্তাগাছা উপজেলা সদরসহ প্রত্যন্ত পল্লীতে গিয়ে সোস্যাল ডিস্ট্যান্সিং সামাজিক দূরত্ব বজায় রাখা, অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার, অপ্রয়োজনে বাড়ীর বাইরে না আসার প্রচারনা চালানো এবং প্রয়োজনে যে কোন ব্যবস্থা গ্রহণ করায় পরিস্থিতি আগের চেয়ে ইতিমধ্যেই অনেক উন্নত হয়েছে মুক্তাগাছাতে। প্রতিদিনই ওসি বিপ্লব কুমার বিশ্বাস তার সঙ্গীয় অন্যান্য অফিসার ও সদস্যদের নিয়ে নিজেই পুলিশ পিকআপ ভ্যানে মাইক টাঙ্গিয়ে শতর্কবানী ও সরকারী আদেশ জনস্বার্থে রাতদিন প্রচারনা চালিয়ে আসছেন। এছাড়া ওসি বিপ্লব কুমার বিশ্বাসের পরামর্শে মুক্তাগাছা থানা পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে পিকআপ ভ্যান, মাইক্রোবাস আবার কেউ কেউ মোটরসাইকেলে চেপে প্রতিদিন বিভিন্ন স্থানে তৎপরতা চালাচ্ছেন। প্রচারনা সত্ত্বেও অপ্রয়োজনে যারা বাড়ীর বাইরে এসে বিভিন্ন মোড়ে মোড়ে, চায়ের দোকানে ভীড় জমাচ্ছেন, তাদেরকে বাড়ী ফেরানোর ব্যবস্থা করছেন। পুলিশের দলগুলো রাতদিন এলাকার অলি গলি গিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করেই চলেছেন। এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘরে থাকা অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষদের খবর নিয়ে তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও তুলে দিচ্ছেন মুক্তাগাছা থানা পুলিশ। পুলিশের এই অব্যাহত তৎপরতায় সাধারণ মানুষ বাড়ীর বাইরে আসা ইতিমধ্যেই কমিয়েছেন। কমেছে যানবাহন, সিএন্ডজি, অটোরিক্সা, চার্জার ভ্যান চলাচল। প্রায় সারাদিনই বন্ধ থাকছে অপ্রয়োজনীয় দোকান পাট। পুলিশের ব্যাপক তৎপরতায় এখন উঠতি বয়সের তরুণদেরকেও আর মোড়ে মোড়ে আড্ডাদিতে দেখা যাচ্ছেনা। অভিভাবকেরা জানান, স্কুল, কলেজ বন্ধ থাকায় পড়ুয়া ছেলে মেয়েরা এখন যে যার বাড়ীতে এসেছে। কিন্তু উঠতি বয়সের এসব তরুণ তরুণী বেশীরভাগই বাড়ীতে বন্দী হয়ে থাকতে নারাজ। কোন না কোন অজুহাতে তারা বাড়ীর বাইরে যাবার বাহানা ধরতো। পুলিশী তৎপরতা শুরু হওয়ায় এখন সে অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে অভিভাবকরা মানবিক পুলিশ বলেই রাতদিন মাঠে থেকে এমন পরিবেশ করতে পেরেছে বলেও জানিয়েছেন অভিভাবকরা। এছাড়াও তারা আরো জানান, পুলিশ প্রতিটি গলিতে গিয়ে কাউকে বাড়ীর বাইরে দেখলেই ধাওয়া করে তাদেরকে বাড়ীতে ঢুকতে বাধ্য করছেন এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মুক্তাগাছার সচেতন মহল। ওসি বিপ্লব কুমার বিশ্বাস স্থানীয় জনতাকে নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে, সন্তানদের ভাল রাখতে বাড়ীতে অবস্থানের পরামর্শ দেন। তিনি বলেন, সচেতন হোন, বাড়ীতে অবস্থান করুন, নিজে বাঁচুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। তিনি আরো বলেন, মানুষের এই দুঃসময়ে মুক্তাগাছা থানার প্রতিটি পুলিশ সদস্য জীবন বাজী রেখে সাধারণ মানুষের নিরাপত্তায় অবিরাম কাজ করে যাচ্ছেন। নিরলস কাজ করার ফলে অনেকেই ক্লান্ত, অবসন্ন ও অসুস্থ্য হয়ে পড়ছেন। কিন্তু তারা সেদিকে খেয়াল না করে প্রতিনিয়ত মানুষের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। তাদের মতে, মানুষ একদিন তাদের এ অক্লান্ত পরিশ্রমের কথা মনে রাখবেন। এমন চিত্রই মুক্তাগাছা থানা পুলিশকে মানবিক পুলিশ হিসাবেই মনে করছেন। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বিষয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষকে বোঝানোর কারণে ওসি বিপ্লব কুমার বিশ্বাস মুক্তাগাছা বাসীর কাছে প্রশংসা পেয়েছেন বলে জানা যায়। ওসি বিপ্লব কুমার বিশ্বাসের পূর্বেরকর্মস্থল ঝিনাইগাতী ও হালুয়াঘাট থানার জনগণ আজও ভুলেনি তাকে। পূর্বেরকর্মস্থলের প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে ওসি বিপ্লব কুমার বিশ্বাস। Related posts:নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছেশেরপুরে জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিতনাগরিক কন্ঠ ও কাজের ইন্টারফেজ মিটিং অনুষ্ঠিত Post Views: ৩৪৮ SHARES সারা বাংলা বিষয়: