শুভেচ্ছায় ভাসছেন নায়ক সাইমন

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

বিনোদন প্রতিবেদক : এই প্রজন্মের ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। আজ শুক্রবার (৩০ আগস্ট) তার জন্মদিন। সুন্দর এই দিনের শুভেচ্ছায় ভাসছেন সাইমন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

জন্মদিনে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন বলে জানালেন সাইমন। তিনি বলেন, ‘জন্মদিনে শুভেচ্ছা পেতে কার না ভালো লাগে। এই দিনটা সবার মতো আমারও অন্যরকম লাগে। অনেক শুভেচ্ছা পাচ্ছি সেই রাত থেকেই। কোনো পার্টি বা আনুষ্ঠানিকতা রাখিনি জন্মদিনকে ঘিরে। পারিবারিকভাবেই কাটছে দিনটি।’

জন্মদিনের প্রত্যাশা কী জানতে চাইলে তিনি বলেন, ‘জন্মদিনের প্রত্যাশা আজীবন যেন অভিনয় করে যেতে পারি। দর্শকদের মনের মতো করে নিজেকে পর্দায় তুলে ধরতে পারি। সবার দোয়া ও ভালোবাসা চাই।’

সাইমনের জন্ম কিশোরগঞ্জ জেলা শহরে। পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই সুদর্শন নায়কের। ‘সাগর শিকদার’ নামে চলচ্চিত্রের এক জুনিয়র শিল্পীর মাধ্যমে জাকির হোসেন রাজুর সাথে সাইমনের পরিচয় ঘটে। রাজু তাকে নায়ক বানানোর স্বপ্ন দেখান, সেই স্বপ্নে বিভোর হয়ে বারিধারায় একটি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে অভিনয়ের প্রতি মনোযোগী হন সাইমন।

অবশেষে ২০১২ সালের দিকে আনন্দমেলা চলচ্চিত্রের প্রযোজনা ও জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রের নায়ক হিসেবে সাইমনের অভিষেক। তারপর থেকে বাজিমাত করেই চলেছেন তিনি। বিশেষ করে জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবি দিয়ে তিনি আলোচনায় আসেন। পাশাপাশি কেয়া ও মৌসুমি হামিদের বিপরীতে ‘ব্ল্যাকমানি’ ছবিতেও অভিনয় করে প্রশংসিত হন তিনি।

তার মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘তোমার কাছে ঋণী’, ‘তুই শুধু আমার’, ‘স্বপ্ন ছোঁয়া’, ‘পুড়ে যায় মন’,‘মায়াবিনী’, ‘জান্নাত’সহ বেশ কিছু।

গত বছর ঈদুল আযহায় মুক্তি পেয়েছিলো সাইমন-মাহি অভিনীত ‘জান্নাত’। দর্শকের প্রশংসা কুড়িয়েছিলো সিনেমাটি। এবার ইতালির বড় এক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে এই সিনেমা। ২৪তম মিলান চলচ্চিত্র উৎসবে অংশ নিবে সাইমন-মাহির ‘জান্নাত’। চলতি বছরের ৪ অক্টোবর শুরু হবে ২৪তম মিলান চলচ্চিত্র উৎসব।

প্রজন্মের জনপ্রিয় এই নায়কের জন্মদিনে জাগো নিউজ পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। তার সাফল্যের পথচলা আরো বর্ণিল হোক-থাকল সেই শুভকামনা ।