ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে বৃদ্ধের মৃত্যু, ভর্তি ১৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আবুল কালাম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া আবুল কালাম ময়মনসিংহ সদরের বাসিন্দা। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছয়জন। এছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। Related posts:জামালপুরে বিশ্ব খাদ্য দিবস পালিতবকশীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধারজামালপুরে ৫ হাজার কেজি সরকারি চালসহ আটক ১ Post Views: ১৫০ SHARES সারা বাংলা বিষয়: