শেরপুরে গরুসহ ৩ চোর গ্রেফতার

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের দিঘলদী মোল্লাপাড়া গ্রামের কৃষক আলহাজ্ব মোহাম্মদ আলীর ছেলে হাবেজ আলীর গোয়াল ঘর থেকে তার একটি ষাড় গরু ১১ জুন বৃহস্পতিবার রাতে একদল চোর চুরি করে নিয়ে যায়। এঘটনায় হাবেজ আলী শেরপুর সদর থানায় চিহ্নিত চোরকে আসামী করে সদর থানায় একটি এজাহার দায়ের করেন।
পরে পুলিশ শুক্রবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া গরু উদ্ধার এবং তিন গরু চোরকে গ্রেফতার করে। ধৃত চোররা হলো সদর উপজেলার দিঘলদী মোল্লাপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ হেলাল উদ্দিন ওরফে পেচা (৩৫), একই গ্রামের নছিমদ্দিনের ছেলে মোঃ মোফাজ্জল (২৩) ও শেরপুর পৌরসভার পূর্বশেরী মহল্লার হাফেজ মিয়ার ছেলে হাসেন মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার দিঘলদী মোল্লাপাড়া গ্রামের হাবেজ আলীর গোয়াল ঘর থেকে বৃহস্পতিবার রাতে একদল চোর তার একটি ষাড় গরু চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় সদর থানায় হাবেজ আলী একটি এজাহার দায়ের করেন। পরে সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী সঙ্গীয় ফোর্সসহ ১২ জুন শুক্রবার রাতে দিঘলদী গ্রামে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোর দলের সদস্য মোঃ হেলাল উদ্দিন ওরফে পেঁচাকে প্রথমে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নন্দীরবাজার এলাকার চরাঞ্চলের একটি জঙ্গল থেকে চুরি হওয়া গরু উদ্ধার এবং সেই সাথে চোর দলের অপর সদস্য মোঃ মোফাজ্জল ও হাসেন মিয়াকে গ্রেফতার করা হয়।
চুরি হওয়া গরু উদ্ধার এবং গরু চোর দলের তিন সদস্যদের গ্রেফতারের বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাল আল মামুন নিশ্চিত করেছেন। ১৩ জুন শনিবার ধৃত চোরদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।