করোনা জয় করলেন জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০ জামালপুর প্রতিনিধি : করোনা ভাইরাসমুক্ত হলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। গত ১৭ জুন ৩য় বারের মতো তার নমুনা পরীক্ষা করতে ঢাকায় ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১৯ জুন) রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের। তিনি জানান, এমপি মহোদয় ছাড়াও আরও ৭ জনের রির্পোট নেগেটিভ এসেছে। তারা হলেন— ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, পলবান্ধা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মমিন মিয়া, নকিব উদ্দিন ও ফারজানা মিনি। সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের শরীরে ৪ জুন করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে যান। তিনি বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ হলেন। Related posts:পর্নোগ্রাফি মামলায় রাবির শিক্ষার্থী গ্রেপ্তারজামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিতনকলায় বিডি ক্লিন শেরপুর টিমের মতবিনিময় সভা Post Views: ৩৭০ SHARES সারা বাংলা বিষয়: