জামালপুরে ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ ফ্যান মেরামত করা হলো না জামালপুর সদরের নরুন্দির বনপাড়া গ্রামের খালেক (৪৫) এর। সে নিজ ঘরের ফ্যান মেরামত করতে গিয়ে মর্মান্তিকভাবে বিদ্যুৎ পৃষ্টে মৃত্যুবরন করেছেন। নিহত খালেক বনপাড়া গ্রামের মৃত করিমুদ্দিনের ছেলে।
জানা যায়, ২০ জুন শনিবার দুপুরে তার ঘরের বৈদ্যুতিক ফ্যান হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ওইসময় সে নিজেই মেরামত করার চেষ্টা করে। সে ফ্যানটির সমস্যা দেখতে গেলে হঠাৎ খালেক বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়।
খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক এসআই মোহাম্মদ আলী তদন্ত কেন্দ্রর পুলিশ ঘটনাস্থল যান এবং ঘটনাস্থান পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।