নালিতাবাড়ীতে ইউএনও’র বাজার মনিটরিং ॥ সরকারী নির্দেশ অমান্য করায় জরিমানা ও দণ্ডাদেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের নালিতাবাড়ীতে করোনা ভাইরাস ইস্যুতে হাট বাজারে সরকারী নির্দেশ অমান্য করায় জরিমানা ও দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। দোকান খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করা ও নালিতাবাড়ী পৌর শহরের চুরিমালা দোকানীরা ফুটপাত দখল করে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ১৭ জুন বুধবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় কয়েকটি দোকান মালিককে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই দিনই পথচারীদের সুবিদার্থে ফুটপাত দখলকারীদেরকে উচ্ছেদ করা হয়। অপরদিকে, একটি ট্রাক ১০ টনের বেশি অতিরিক্ত ওজনে বালু ভর্তি করে সরকারী রাস্তা ও ব্রীজ কালভার্টের ক্ষতি করছে। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় বালুভর্তি ট্রাক জব্দ করে চালককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তায় ছিলেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানা পুলিশ ও বিজিবি সদস্যবৃন্দ। Related posts:শেরপুরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপনকলায় জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিংশেরপুরে করোনায় বিপন্ন মানুষের মাঝে সাবেক এমপি শ্যামলীর আরও ইফতারী বিতরণ Post Views: ৩৮২ SHARES নালিতাবাড়ী বিষয়: