নালিতাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী ॥ শেরপুরের নালিতাবাড়ীতে সোমবার ১৫ জুন দুপুরে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃুত্য হয়েছে। পুলিশ, ইউপি পরিষদ ও এলাকাবাসীর সূত্রে, নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া গ্রামের আঃ খালেকের ছেলে মফিজুল ইসলাম (৩০) মৃত্যু বরণ করেছে। একমাস পূর্ব হতে করোনা উপসর্গ নিয়েই সে ঢাকায় বসবাস করেছিল এবং চিকিৎসাও চলছিল। কিছুদিন পূর্বে সে নালিতাবাড়ীতে আসে এবং চিকিৎসার জন্য হালুয়াঘাটের জয়রামকুড়া হাসপাতালেও গিযেছিল। অবশেষে মরনব্যাধি করোনা উপসর্গ নিয়ে সে মৃত্যু বরণ করে বলে এলাকাবাসী ও পরিষদ সূত্র জানায়। মরিচপুরান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার শফিক আহমেদ বলেন, করুনা উপসর্গ নিয়ে এক যুবক মারা গেছে। সেটি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নমুনা সংগ্রহের জন্য লোক যাবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহম্মেদ বাদল বলেন, করুনা উপসর্গ নিয়ে মৃত্যুর খবর আমি পেয়েছি। ম্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা পরিক্ষার জন্য সেখানে যাবে। পরিক্ষার রির্পোর্ট আসলেই বলা যাবে এটি করুাায় মারা গেছে কি না। Related posts:কাউন্টার টেরোরিজমের ডিসি হলেন শেরপুরের সন্তান শহিদুল্লাহবর্ণাঢ্য অনুষ্ঠানে শেরপুরে এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতশেরপুর পৌর এলাকার অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন সাবেক এমপি শ্যামলী Post Views: ২৬৯ SHARES নালিতাবাড়ী বিষয়: