শেরপুরে পদ্মা ব্যাংকের মামলায় সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) দেড় কোটি টাকা ঋণখেলাপির চেক প্রতারণার মামলায় রাকিবুল ইসলাম রাজন (৩৪) নামে সাজাপ্রাপ্ত এক তরুণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ জুলাই রবিবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যবসায়ী শহরের কালিরবাজার এলাকার এইচ.আর. কনস্ট্রাকশন-এর স্বত্ত্বাধিকারী এবং স্থানীয় মরহুম রুহুল আমিন ঠিকাদারের ছেলে।
শেরপুর সদর থানার এসআই হাবিবুর রহমান হাবিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পদ্মা ব্যাংকের ঋণখেলাপি মামলায় আদালত থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট জারি হওয়ায় ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাজনকে গ্রেফতার করা হয়। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।
পদ্মা ব্যাংকের কর্মকর্তারা জানান, শেরপুর শহরের কালির বাজার এলাকার ব্যবসায়ী এইচ.আর. কনস্ট্রাকশন-এর স্বত্ত্বাধিকারী রাকিবুল ইসলাম রাজন ব্যাংকের দেড় কোটি টাকা ঋণখেলাপি হন। তিনি ব্যাংকের ঋণের বিপরীতে চেক প্রদান করলে সেই চেক ডিজঅনার হলে ২০১৭ সালের ২৫ মে তার বিরুদ্ধে শেরপুরের সদর সিআর আমলী আদালতে চেক প্রতারণার মামলা দায়ের হয়। ওই মামলায় বিচারিক আদালত যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) একেএম জাহাঙ্গীর আলম ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ১ বছরের সাজা ও দেড় কোটি টাকা অর্থদণ্ডের আদেশ দেন। রাজন পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করে। ওই অবস্থায় সাজার দীর্ঘ প্রায় দেড় বছর পর গ্রেফতার হল সেই ব্যবসায়ী।