নালিতাবাড়ীতে অসহায় লেবু বিক্রেতাকে টিউবওয়েল স্থাপন করে দিলেন ইউএনও অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে এক অসহায় লেবু বিক্রেতার পরিবারকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজনা আক্তার ববি। শুক্রবার (৪ জুলাই) উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্যাসীভিটা গ্রামে ওই পরিবারের জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। জানা যায়, ৮০ বছর বয়সী বৃদ্ধ মোকছেদ আলী কয়েকবছর যাবত অন্যের টিউবওয়েল থেকে পানি এনে খেতো। বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মী সারোয়ার হোসাইন ও আমানুল্লাহ আসিফ এর মাধ্যমে ইউএনও নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। পরে তাদের সার্বিক তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে টিউবওয়েল স্থাপন সম্পন্ন হয়। মোকছেদ আলী জানান, আমি লেবু বিক্রি করে সংসার চালাই তাই একটা পানি খাওয়ার জন্য টিউবওয়েলের জন্য ৩/৪ বছর ধরে চেয়ারম্যান মেম্বার এর কাছে ঘুরতাছি। আমার নাতীনের মতো ছেলে দুইটার কাছে বলার পরে ইউএনও স্যার শুনে আমারে একটা টিউবওয়েল দিয়ে দিছে আজকে। এখন থেকে পানির জন্য আমার কষ্ট করে অন্যের বাড়ি যেতে হবে না। আল্লাহ ইউএনও স্যার আর নাতীনদের ভালো রাখুক। এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, প্রতিটি মানুষ নিরাপদ পানির অধিকার রাখে। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি চেষ্টা করেছি অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে। Related posts:শেরপুরে মাদক বিক্রেতা-সেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধননকলার এসিল্যান্ডকে জামালপুরে বদলিনানা আয়োজনে শ্যামলবাংলা২৪ডটকম’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Post Views: ৩৪ SHARES শেরপুর বিষয়: