ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপ্রান্তে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ৬২০ ফুট দীর্ঘ সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লুৎফর রহমান কন্সট্রাকশন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খান, সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। এ প্রাচীর নির্মাণের ফলে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।” বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও অনুকূল ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।