জামালপুরে বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দ

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর শহরের মেষ্টা ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দ করা হয়েছে জেলা প্রশাসন। ওইসময় এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেন জামালপুর সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেলিয়াবাড়ি গ্রামের র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালনা করেন।
ওইসময় সেখান থেকে বিপুল পরিমান নকল ও মেয়াদ উর্ত্তীণ কীটনাশক, সার,আটা, ময়দা, প্যাকেজিং মেশিন,নকল লেভেল জব্দ করা হয়।
পরে অভিযুক্ত মো. রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় র‌্যাব ১৪ এ এসপি এস.এম সবুজ রানার টিমসহ সদরের পিআইও আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।