জামালপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ আগস্ট দুপুরে ইয়াসমীন আক্তার (৯) ও ফুয়াদ মিয়া (৫) নামে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। জানা যায়, বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামের ইসা আলীর মেয়ে ইসয়াসমীন ও ফুয়াদ বাড়ি থেকে একটু দূরে আব্দুস সামাদ খান হাফিজিয়া মাদ্রাসার পাশের পুকুরে পড়ে যায়। পরে দুপুর ৩ টার দিকে ওই দুই শিশুর লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মর্মান্তিক ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে লাশ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। অপনদিকে পৌরসভার পক্ষ থেকে নিহতের পরিবারকে ৮ হাজার টাকা দিয়েছে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। Related posts:জামালপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার গ্রেপ্তারকৃত আসামীদের নিয়ে র্যাবের সংবাদ সম্মেলনমাইক্রোবাস পুকুরে পড়ে একই পরিবারের ৮ জন নিহত১৭ জুলাই রাজধানীতে শুরু কোরবানির পশুর হাট Post Views: ৫৬০ SHARES নারী ও শিশু বিষয়: