ময়মনসিংহে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০ অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস। সকাল ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। Related posts:করোনা দুর্যোগে প্রধানমন্ত্রী দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছেন: জামালপুরে মির্জা আজমগাড়ীতে বসে করোনার টিকা নিলেন হেফাজতের আমির বাবুনগরীশীত বাড়ায় শেরপুরে দোকানিদের জমজমাট ব্যবসা Post Views: ৪১৩ SHARES সারা বাংলা বিষয়: