জামালপুরে ট্রেনের সাথে ধাক্কা লেগে নারীর মৃত্যু

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে অগ্নিবীণা ট্রেনের সাথে ধাক্কা লেগে (৬৫) বছরের অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জামালপুর পৌর শহরের বন্দেরবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি পৌর শহরের বন্দেরবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই মহিলাটি রেললাইন পাড় হওয়ার সময় ধাক্কা লাগে । এতে ঘটনার স্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর জিআরপি থানার ওসি তাপস চন্দ পন্ডিত বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখানো তার পরিচয় জানা যায়নি। পিবিআই কর্মকর্তারা আসলে ফিংগার প্রিন্ট নিয়ে তা সনাক্ত করা হবে।