নেত্রকোনায় দোকানে বিস্ফোরণে একজন নিহত

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে অটোরিকশার কারিগর সবুজ মিয়া (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক কাঞ্চন মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৮)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে পৌরসভার শিবগঞ্জ বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত সবুজ উপজেলার কাকড়াকান্দা গ্রামের বাসিন্দা।

তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে-তা বলতে পারছে না ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানে অটোরিকশার পুরোনো অনেক ব্যাটারি মজুদ রাখার কারণে বিস্ফোরণ ঘটতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত গভীর হওয়ায় বাজারে সকল দোকানপাট বন্ধ হলেও ভাঙ্গারির ওই দোকানে কাজ করছিলেন সবুজ ও নাহিদ মিয়া। হঠাৎ ওই দোকান থেকে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণে দোকানের শাটার ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা শব্দের উৎস ধরেই ছোটাছুটি করে বাজারে এসে দেখে ভাঙ্গারির দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে।

এ সময় স্থানীয় কয়েকজন দোকানের ভেতরে ঢুকে সবুজ মিয়ার মৃতদেহ দেখতে পায়। সেইসাথে পাশেই অচেতন অবস্থায় নাহিদকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম জানান, যেখানে বিস্ফোরণটি হয়েছে, এটি একটি ভাঙ্গারির দোকান। এখানে অটোর ব্যাটারিসহ বিভিন্ন প্রকার জিনিসপত্র ছিল। তবে এখনো বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি।