সরিষাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে বাবর আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত জালাল সোনারুর ছেলে। অপরদিকে একইদিন উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে আরো চারজন আহত হয়েছেন। সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টি হচ্ছিল। এরইমধ্যে কৃষক বাবর আলী কৃষিকাজ করতে বাইরে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। অপরদিকে দুপুরে গৃহস্থালি ও কৃষিকাজ করতে গিয়ে পৃথক বজ্রপাতে নারীসহ আরো চারজন আহত হয়েছেন। তারা হলেন— সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জহুরুল ইসলাম জহু (৩৫), একই গ্রামের দুলাল সোনারুর স্ত্রী মরিয়ম বেগম (৬০), ইউনিয়নের চর রৌহা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে লিয়াকত হোসেন (৬০) ও ডোয়াইল ইউনিয়নের ডিক্রিবন্দ গ্রামের বেলাল হোসেনের স্ত্রী হাসি বেগম (৪৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। Related posts:জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা-ঘাট, ব্রীজ সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনশেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিনালসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিলনিষিদ্ধ পলিথিন রাখায় নালিতাবাড়ীতে দোকানীকে ৩ দিনের জেল Post Views: ২৬৫ SHARES সারা বাংলা বিষয়: